আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর বিরোধিতা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।
গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি গ্যাসের দাম নিয়ে কথা বলেন।
তিনি বলেন, আমরা উন্নয়ন চাই তবে গ্যাসের দাম বাড়াতে চাই না। গ্যাসের দাম না বাড়িয়ে যদি আবার বিবেচনা করা যায়, জনগণকে একটুখানি রেহাই দেন। রেহাই দেওয়া উচিত কারণ অনেক জণগন আছে, তাদের এতো দাম দিয়ে গ্যাস কেনার সামর্থ নেই।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, সবার কাছ থেকে শুনলো গ্যাসের দাম বাড়ালে কি হবে, না হবে। গণশুনাননির পরে কি হলো, গ্যাসের দাম বেড়ে গেলো। কিন্তু আমরা যখন গ্যাসের দাম বাড়িয়ে দিলাম, তখন ভারত গ্যাসের দাম কমিয়ে দিলো। যে সিলিন্ডারে ঘরে রান্না করে, সেটির দাম ১০০ টাকা কমিয়ে দেয়া হলো। যদি এটাই হয় তাহলে আমাদের হটাৎ বাড়লো কেনো?
রওশন এরশাদ বলেন, আমাদের সমুদ্রে যে গ্যাস আছে সেটা আমরা তুলি না কেনো? এখন যদি চেষ্টা করা না হয়, অনেক সময় লাগবে, দু-তিন বছর চলে যাবে, তবে আমরা কেন এখই চেষ্টা করছি না? এখন না করলে পরে কখন করবো।’
-এএ