আওয়ার ইসলাম: ২১ কার্যদিবস চলার পর শেষ হল সংসদের বাজেট ও একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশন শুরু হয় ১১ জুন। ১৩ জুন সংসদের বৈঠকে চলতি অর্থ বছরের বাজেট পেশ এবং ৩০ জুন বাজেট পাস হয়। এর আগে বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই ২৯ জুন পাস হয় অর্থবিল-২০১৯।
এবার বাজেটের ওপর ২৬৯ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়ে রেকর্ড সৃষ্টি করেন। এর আগে এতো এমপি বাজেটের ওপর আলোচনা করার সুযোগ পাননি।
এছাড়া চলতি অধিবেশনে ৭টি বিল পাস হয়েছে। এর মধ্যে আলোচিত আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল, ২০১৯ রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের বৃহস্পতিবারের বৈঠকে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের আদেশ পড়ে শুনান। এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য রাখেন।
আরএম/