মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ট্রেন লাইনচ্যুত: রাজশাহীর সাথে এখনও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর চারঘাটে তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে রাজশাহীর সঙ্গে সকল রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হলিদাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনার ঈশ্বরদী জংশন থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সারদা স্টেশন থেকে এক কিলোমিটার রাজশাহীর দিকে এলে এর নয়টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে।

এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

পশ্চিমাঞ্চল রেলের জিএম বলছেন বিকাল ৩ টা নাগাদ রেল লাইন সচল করা সম্ভব হবে।

লাইনচ্যুতির ঘটনায় ঢাকা, খুলনা ও গোয়ালন্দ থেকে ছেড়ে আসা বনলতা, সিল্কসিটি, সাগরদাড়ি ও মধুমতি এক্সপ্রেস আটকা পড়েছে বিভিন্ন স্টেশনে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাজশাহী স্টেশনের ৫ টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ