আওয়ার ইসলাম: চীনের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুরদের ওপর নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কাছে চিঠি দিয়েছে ২২ সদস্য রাষ্ট্র। হাই কমিশনার মিশেল ব্যাচলেটকে দেয়া চিঠিতে উইঘুরদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ জানানো হয়।
সম্প্রতি জাতিসংঘের এক প্রতিবেদনে চীনের শিনজিন্যাং রাজ্যে সংখ্যালঘুদের আটককেন্দ্রে বন্দি রাখার পাশাপাশি নজরদারি ও অত্যাচার করার তথ্য প্রকাশিত হয়েছে। তবে, এসব স্থানে শিক্ষামূলক কর্মকাণ্ড চালানোর দাবি করছে চীন।
জাতিংসঘে শুক্রবারের সভায় এ নিয়ে উদ্বেগ জানায় যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও জাপানসহ ২২ রাষ্ট্র। চিঠিতে উইঘুরদের নাগরিক অধিকার আদায়ে আন্দোলন ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য চীনকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
-এটি