আওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা যায়।
আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে এক সভায় মামলার সিদ্ধান্ত নেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এছাড়া মামলা হয়েছে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীমসহ ১১ জনের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালে ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় কথিত ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা ও মুহাম্মদ শাহজাহান ভূইয়ার কাছ থেকে চার কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যা মানিলন্ডারিং আইনের পরিপন্থি। অভিযোগে আরও বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে ও ক্ষমতার অপব্যবহার করে এ সুবিধা নিয়েছেন এস কে সিনহা।
-এটি