মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


টানা বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে বড় ধস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙামাটির ঘাগড়ার কলাবাগান এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বড় অংশ ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সংস্কারে কাজ করছে সড়ক বিভাগের কর্মীরা।

আজ বুধবারও বৃষ্টি না কমায় পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটির জনজীবন। ধসের ঝুঁকি থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যেতে বলেছে জেলা প্রশাসন।

ভারী বৃষ্টিতে নদীর পানি ঢুকে পড়ায় বান্দরবান শহরের অফিসার্স ক্লাব, সাঙ্গু নদীর তীরবর্তী এলাকাসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। নিচু এলাকা তলিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

জেলায় ছোট বড় প্রায় শতাধিক পাহাড় ধস হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীতে পানি বাড়ায় খাগড়াছড়ির পানছড়ি ও জেলা সদরের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ