আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। এছাড়া তিনি আরো বলেন, বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলে তাকিয়েছেন। সংবাদমাধ্যম কর্মীদের কাছে এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফ করার সময় এসব কথা জানান তিনি।
জি এম কাদের বলেন, গেল তিন থেকে চারদিন পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। কাদের বলেন, এভাবে সাত থেকে আট দিন শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকেরা।
জি এম কাদের বলেন, এরশাদের রক্তচাপ এবং অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে। ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।
হেমো ডায়া ফিল্টারেশনের মাধ্যমে তার রক্তের বর্জ্য বের করা হচ্ছে। আর হেমো ডায়া পারফিউশনের মাধ্যমে তাঁর সংক্রমণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা হয়েছে।
-এটি