আওয়ার ইসলাম: রাজধানীর আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদের খাদেম হানিফ হত্যা মামলার রহস্য উদঘাটন পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার হত্যাকাণ্ড সম্পর্কে জানান।
গ্রেপ্তার হওয়া আসামি সাইফুলকে জিজ্ঞাসাবাদের বরাতে পিবিআই জানায়, আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদটি গত ২০১৮ দালের ৪ নভেম্বর উদ্বোধন হয়। সেদিন থেকে আসামি সাইফুল খাদেম হিসেবে যোগদান করেন। ওই মসজিদে তিন জন খাদেম ও একজন পরিচ্ছন্নকর্মী ছিল।
তাদের মধ্যে আসামি সাইফুল সঠিকভাবে দায়িত্ব পালন না করায় কর্তৃপক্ষ গত রমজানের পূর্বে নিহত আবু হানিফকে খাদেম হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পর থেকেই হানিফ তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। আসামি সাইফুলকে বিভিন্ন কাজের জন্য নির্দেশ দিতেন হানিফ। কিন্তু সাইফুল সব কাজ ঠিকমতো মত করতেন না।
এছাড়াও হানিফকে নিয়োগ দেয়ার পরে সাইফুলের পদ ছোট হয়ে গেছে। তিনি বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এ কারণে সাইফুল হানিফকে খুন করে।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন আগ্রাবাদ এলাকার বেপারীকান্দি থেকে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, গত বুধবার (৩ জুলাই) লালবাগ থানার আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদের একটি কক্ষের বারান্দা থেকে মসজিদের খাদেম হানিফ শেখের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত ৪ জুলাই হানিফের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাইফুলের বাবার নাম শফিকুল গ্রাম। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার মশাই গ্রামে।
মামলার অন্য আসামিরা হলেন, মসজিদের খাদেম বাহার উদ্দিন (৫৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালন্দী গ্রামে, খাদেম মুহা. ফরিদ আহমেদ (৪০)। সে ময়মনসিংহ জেলার ফুলপুরের বাসিন্দা এবং নিউমার্কেট জামে মসজিদের খাদেম আবুল কালাম আজাদ (৪৫)।
-এএ