আওয়ার ইসলাম: মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে অবস্থিত গিজা প্রদেশে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ( ৯ জুলাই) এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি সংবাদপত্র 'আহরাম' এই তথ্য প্রকাশ করেছে। 'জিনহুয়া'
সরকারি সংবাদপত্র ‘আহরাম’ এর প্রতিবেদনে প্রকাশিত তথ্য মতে, অক্টোবর শহরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাকটি ১৭ জন কর্মচারীকে নিয়ে একটি কারখানায় যাচ্ছিলো। যাত্রা পথে অক্টোবর শহরে অন্য আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০১৮ সালে মিশরে সড়ক দুর্ঘটনায় ৩০৮৭ জন নিহত হয়েছে এবং প্রায় ১২ হাজার মানুষ আহত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য মতে, ২০১৮ সালে মিশরে সড়ক দুর্ঘটনার কারণে প্রায় ৩০ বিলিয়ন মিশরীয় পাউন্ডের ক্ষতি হয়েছে।
-এটি