মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নিজের দুই সন্তানের হত্যার হুমকিতে বাড়ি ছাড়তে বাধ্য হলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকাসক্ত নিজের ছেলেদের বিরুদ্ধে নির্যাতন ও মৃত্যুর হুমকির অভিযোগ এনেছেন ঢাকার পুরান ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্র রোডের নাজমা বেগম।

আজ মঙ্গলবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টে আইন, আদালত ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাজমা বেগম তার দুই ছেলের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

জানা যায়,৭৫ বছর বয়সী নাজমা বেগম জানান, মাদকাসক্ত দুই ছেলের নির্যাতন ও হুমকি সহ্য করতে না পেরে তিনি প্রাণভয়ে মেয়ে ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি এ ঘটনায় দুই ছেলের বিচারসহ শেষ বয়সে নিজ বাড়িতে ফিরতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি আকুতি জানিয়েছেন, ‘এমন কুসন্তান যেন কোনও মা গর্ভে ধারণ না করেন।’

নাজমা বেগম বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছি। মেয়ে ও আত্মীয় স্বজনের বাড়িতে শেষ বয়সে বোঝা হয়ে দিন পার করছি। বৃদ্ধ বয়সে নিজের বাড়িতে ইবাদত বন্দেগি করে মরতে চাই।

বাড়িতে ফিরতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন। আশা করি প্রধানমন্ত্রী আমার দুই কুপুত্রের বিচার করবেন ও আমাকে নিজ বাড়িতে বসবাসের সুযোগ করে দেবেন।

সংবাদ সম্মেলনে নাজমা বেগমের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার প্রতিবেশী আলমগীর হোসাইন, নাতি মাহাদী হাসান ও আইনজীবী কামরুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ