মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দড়ি দিয়ে বেঁধে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করলো মুসলিম গরু ব্যবসায়ীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

মধ্যপ্রদেশের খান্দোয়া জেলার ২৪ জন মুসলিম গরু ব্যবসায়ীদেরকে দড়ি দিয়ে বেঁধে কানে ধরে দাঁড় করিয়ে বেধড়ক পিটিয়ে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা হয়েছে। এরা মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে গরু আনছিলেন বলে জানা যায়।

রোববার সন্ধ্যায় মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার খালোয়া থানা এলাকার সভলিকেড়া গ্রামে। এ ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফুটেজে দেখা যাচ্ছে শার্ট পরা এক ব্যক্তি ২৪ জনের মুখ ভালোভাবে তুলতে তাদের কাছে গিয়ে ছবি তুলছে এবং আরও দুই ব্যক্তি তাদের পাহারা দিচ্ছে।

এ ঘৃণ্য অপরাধের সঙ্গে ১০০ জন গ্রামবাসী জড়িয়ে রয়েছে বলে জানা গেছে। পিটিআই সূত্রে জানা গেছে যে ঘটনাটি খালওয়াসের সানওয়ালিখেদা গ্রামে।

খান্ডোয়া জেলার এসপি শিবদয়াল সিং বলেছেন, ও ২৪ জন দাবি করেছিলেন তারা মহারাষ্ট্রর পশু মেলা থেকে কিনেছেন, কিন্তু কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

পুলিশ জানিয়েছে অপরাধীদের সম্পর্কে তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ