আওয়ার ইসলাম: জার্মানি ও কাতারের উদ্যোগে রবিবার দোহায় দুই দিনব্যাপী শান্তি আলোচনা শুরু হয়েছে৷ প্রায় ৭০ জন প্রভাবশালী আফগান নাগরিক তালেবানের সঙ্গে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন৷
সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি নারী অধিকারের বিষয়টিও বৈঠকে প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে৷
সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সময় গঠিত হাই পিস কাউন্সিলের সদস্য আসিলা ওয়ারদাক জানান, আলোচকরা যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছেন৷ এছাড়া নারী অধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও সংখ্যালঘুদের অধিকার নিয়েও আলোচনা চলছে৷
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির প্রশাসনের সঙ্গে আলোচনা করতে রাজি নয় তালেবান৷ তাই প্রায় ৭০ জন আফগান নাগরিক এই আলোচনায় অংশ নিচ্ছেন৷ রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা এবং ছয়জন নারী আছেন এই দলে৷ তবে তালেবান জানিয়েছে, যাঁদের সঙ্গে আলোচনা হচ্ছে তাঁরা ‘ব্যক্তি পরিচয়ে' সেখানে গেছেন৷
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের আলোচনা শুরুর ছয়দিন পর শুধু আফগানদের নিয়ে দুইদিনব্যাপী এই আলোচনাটি হচ্ছে৷ এর পর মঙ্গলবার থেকে আবারও যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনা শুরু হবে৷ আলোচনা শেষে একটি চুক্তিতে পৌঁছতে চায় যুক্তরাষ্ট্র৷ এতে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার এবং আফগানিস্তানকে বিদ্রোহীদের অভয়ারণ্য হতে দেয়া হবে না বলে তালেবানের কাছ থেকে একটি অঙ্গীকার পাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে৷
সূত্র: এএফপি, ডয়েচ ভেলে
আরএম/