আবদুল্লাহ তামিম ♦
ভারতের ঝড়খণ্ডে তাবরেজ আনসারির হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে এক কাতারে বিক্ষোভ করছে দলিত ও মুসলিমগণ।
গতকাল সোমবার ঝড়খণ্ডের কর্মমহল কেন্দ্রীয় ঈদগাহ থেকে এলাকার কয়েকটি মুসলিম সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তাররেজ আনসারির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি ও ন্যায়বিচারের দাবি তোলা হয়েছে এ বিক্ষোভে।
এ বিক্ষোব সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দীন মাওলানা রফিক আলম। তিনি বক্তব্যে বলেন, এ দেশের মুসলমানরা শান্তিপ্রিয়, তাদের অটুট বিশ্বাস আছে যে তারা দেশের জন্য নিজেদের জান দিতে পারে। তারা দেশের আইনের উপরও শতভাগ আস্থা রাখে।
তিনি আরো বলেন, যদিও এ দেশের কোনো কোনো ধর্মের লোকেরা মুসলমানদের সন্দেহের চোখে দেখে। কিন্তু মুসলমানরা কখনো অন্য ধর্মের লোকের উপর কখনো হামলা করে না। মুসলিমরা শান্তিপ্রিয় জনতা। আমরা সরকারের কাছে আবেদন করি সরকার আমাদের শহিদ ভাইদের ন্যায়বিচার দিবেন। যারা নির্মম নৃশংসভাবে মুসলিমদের নির্যাতন করছে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, আপনি গোটা দেশের প্রধানমন্ত্রী, কোনো সম্প্রদায়ের নয়, আপনার দেশের যে কোনো ধর্মের লোক হোক তার প্রতি মানবতা দেখানো আপনার কর্তব্য। আপনার দায়িত্ব।
মাওলানা রুস্তম আহমদ বলেন, আজকের এ বিক্ষোভ বলে দিচ্ছে এখন মুসলমানরা জাগ্রত হয়েছে। আর কোনো নির্যাতন কিংবা নিষ্ঠুরতা সহ্য করা হবে না।
তরুণ আলেম মাওলানা ইলিয়াস সামার কাসেমি তার বক্তব্যে বলেন, মুসলমান যুবকদের হত্যা করছে, এগুলো আকস্মিক বা দুর্ঘটনাজনিত কোনো ঘটনা নয়, সব পরিকল্পিত ও পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী মুসলিম যুবকদের হত্যা করা হচ্ছে।
জয় শ্রী রাম বলতে বাধ্য করে নির্যাতন করা এ কেমন নিষ্ঠুরতা। আমরা আজ ভারতের শান্তিপ্রিয় জনগণ নির্দোষ তাবরেজ আনসারিকে হত্যার সুষ্ঠু বিচারের দাবি করছি। কঠোরভাবে শাস্তির আওতায় আনা হোক হিস্রবাদী উগ্রবাদী এ বাহিনীদের।
এ বিক্ষোভ ও সমাবেশে আরো বহু আলেম ও নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছে পিপলস ট্রাস্ট এর সাধারণ সম্পাদক করিম মুজাফফর কামাল, যুব নেতা মেজর মেহতাব আলম এ ছাড়াও বহু আলেম, দলিত মুসলিম রাজনীতিবিদগণ।
সূত্র: বাসিরাত অনলাইন
-এটি