মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সম্মানের অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবাধিকার সংক্রান্ত একটি রিপোর্টের বরাতে কাশ্মীরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে ভারতকে অনুরোধ করেছে জাতিসংঘ মানবাধিকার সংক্রান্ত হাই কমিশন (ইউএনএইচসিআর)। তবে হাই কমিশনের রিপোর্টকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে ভারত।

এবিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রবীশ কুমার এক প্রতিক্রিয়ায় জানান, ইউএনএইচসিআর সন্ত্রাসবাদকে বৈধতা দিচ্ছে। তারা যে রিপোর্ট দিয়েছে, তা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরোধী।

রবীশ কুমার আরও বলেন, বছরের পর বছর সীমান্তে সন্ত্রাস চালিয়ে আসছে পাকিস্তান। তাতে কত প্রাণ ঝরেছে তার কোনও হিসাবই নেই ওই রিপোর্টে। বরং খুব পরিকল্পিতভাবে বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের সঙ্গে এমন একটি দেশের তুলনা করা হচ্ছে যে দেশ সন্ত্রাসবাদে মদত দেয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ