আওয়ার ইসলাম: ওকালতনামায় স্বাক্ষর করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাঁচ জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
জানা যায়, খালেদা জিয়ার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে পাঠানো ওই নোটিশে বলা হয়, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেওয়া হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
আজ মঙ্গলবার খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপারেন্টেন্ড বরাবর এ নোটিশ পাঠানো হয়।
ব্যারিস্টার কায়সার কামাল এ ব্যাপারে বলেন, ‘বেগম জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। তাকে ওকালতনামায় স্বাক্ষর করতে দেয়া হচ্ছে না। সর্বশেষ গত ১৯ জুন বেগম খালেদা জিয়ার কাছে ওকালতনামা স্বাক্ষর করার জন্য পাঠিয়েছি। কিন্তু তার কাছে আমাদের ওকালতনামা পৌঁছানো হয়নি। এতে করে একজন বন্দীর অধিকার হরণ করা হচ্ছে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
গত ১ এপ্রিল থেকে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
-এটি