আওয়ার ইসলাম: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরিয়ান শ্রাবণ (১৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। আরিয়ান শ্রাবন বরগুনা শহরের গোলাম সরোয়ার সড়কের ইউনুস সোহাগের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরিয়ান শ্রাবনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনে রিমান্ড প্রার্থনা করা হলে আদালত শ্রাবণের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এ নিয়ে এ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ২ জুলাই ভোর রাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিন জনসহ ছয় জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি চার জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এদিকে সোমবার জোহর নামাজ বাদে নিহত রিফাত শরীফের বাড়িতে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে তার পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
-এএ