মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে শিশুসহ নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কলাবাগান এলাকায় পাহাড় ধ্বসে শিশুসহ দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন।

সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। নিহতরা হলেন- সূর্য্য মল্লিক (৩) ও তাহমিনা (৩০)।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আনোয়ার এতথ্য নিশ্চিত করে জানান, আরও কেউ চাপা আছেন কিনা তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।

এদিকে, পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাসকারী লোকজন জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে না গেলে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছে। গত রাত থেকে টানা বর্ষণের ফলে মানুষের মাঝে দেখা দিয়েছে পাহাড় ধসের আতঙ্ক। জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ২১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাস্তার বিভিন্ন স্থানে পাহাড় ধ্বস ও বৃষ্টির পানির তোড়ে লংগদু-দীঘিনালা ও রাঙ্গামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ