আওয়ার ইসলাম: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে এ ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক সাত।
তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক কেন্দ্র বলছে, সোমবার বেলা ১১টার দিকে খুজেস্তানের মসজিদ সোলায়মান এলাকার কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। মসজিদ সোলায়মান এলাকার ১৭ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
দেশটির ভূতাত্ত্বিক কেন্দ্র বলছে, মসজিদ সোলায়মান থেকে ১৯ কিলোমিটার এবং কালেহ-ই ভাজেহ থেকে ২৯ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের উৎপত্তি। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।
-এএ