মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেশের অর্থ বাঁচাতে ইমরান খানের অন্যরকম কৌশল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গভীর আর্থিক সংকটে পাকিস্তান। এই অবস্থায় খরচে কাটছাঁট করতে আমেরিকা সফরে গিয়ে দামী হোটেলে থাকবেন না বলে জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওয়াশিংটনে পাকিস্তানি রাষ্ট্রদূতের বাড়িতে ইমরান থাকবেন।

২১ জুলাই আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের সফরে হোটেল ছেড়ে পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাড়িতে তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে মার্কিন প্রশাসন এই প্রস্তাবে খুশি নয় বলে জানা গিয়েছে। কোনও দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমেরিকায় গেলে তাঁর নিরাপত্তার দায়িত্ব মার্কিন সিক্রেট সার্ভিসের। ট্র্যাফিক ব্যবস্থাকে বিঘ্নিত না করেই রাষ্ট্রনায়কের নিরাপত্তার ব্যবস্থা করে তারা।

কিন্তু আমেরিকায় পাক রাষ্ট্রদূত আসাদ মাজিদ খানের বাড়ি এত বড় নয় যে সেখানে সব প্রয়োজনীয় বৈঠক হতে পারে। তার জন্য ইমরান খানকে আবার পাকিস্তানের দূতাবাসে আসতে হবে। এর ফলে ওয়াশিংটনের ট্র্যাফিক ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে মনে করছে মার্কিন প্রশাসন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ