মাহমুদুল হাসান
প্রতিনিধি কিশোরগঞ্জ
জরুরি জীবনোপকরণ গ্যাস এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলার শাখার উদ্যোগে মানববন্ধন পালিত হয়েছে।
৮ জুলাই (সোমবার) বাদ আছর কিশোরগঞ্জ শহরস্থ ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জরুরি জীবনোপকরন গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে ঘরে ঘরে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এতে পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে এবং নিত্তপ্রয়োজনী দ্রব্যসহ সব কিছুর দাম বেড়ে যাবে। তাই তারা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
মানবন্ধনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সহসভাপতি মাওলানা ওসমান গণীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবুল করিম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব মজলিসের কেন্দ্রীয় সহকারী বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান,
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।
আল-আমিন, যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে আমেলার সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব মজলিস কিশোরগঞ্জ সদর থানা শাখার সভাপতি মুফতি জুবায়ের আহমদ, মাওলানা মেসবাহ উদ্দিন, মুহাম্মাদ হাবিবুর রহমান মাওলানা কামরুজ্জামান প্রমুখ।
-এটি