আওয়ার ইসলাম: ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়ায় গরু পাচারের অভিযোগে এবার হিন্দুসহ ২৫ জনকে মারধর করেছে কথিত গো-রক্ষকরা। সেইসঙ্গে তাদের ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে। তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম ছিলো বরে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, গতকাল রোববার মধ্য প্রদেশের জেলার সাভালিকেড়া গ্রামে ওই ঘটনা ঘটে। গরু পাচারের অভিযোগে ২৫ জনকে দড়ি দিয়ে বেঁধে, কান ধরে উঠবস করিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়েছে।
খবরে আরো বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ৬ জন মুসলিম। তারা মহারাষ্ট্রে এক পশু মেলায় গরু নিয়ে যাচ্ছিলেন। তবে পুলিশের দাবি, তাদের কাছে বৈধ কাগজপত্র নথি ছিল না।
ভারতীয় গণমাধ্যম বলছে, কমপক্ষে এক শ স্বঘোষিত গোরক্ষক গরু পাচারের অভিযোগ তুলে তাদেরকে বেধড়ক মারধর করে। এর পর দড়ি দিয়ে বেঁধে প্রকাশ্যে বাজারে সড়কের ওপর দিয়ে তাদেরকে তিন কিলোমিটার হাঁটিয়ে খালোয়া থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তাদেরকে ‘গো-মাতা কী জয়’ ধ্বনি দিতে বাধ্য করা হয়।
পুলিশ কর্মকর্তা হরিশঙ্কর রাউত বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ২১টি গবাদিপশু আটক করে গোশালায় পাঠানো হয়েছে।
-এটি