মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


৫ দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরীক্ষার খাতা পূনর্মূল্যায়ন, সেশনজট দূরসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

তাদের অভিযোগ, গত এপ্রিলে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আশ্বাসের কথা মনে করিয়ে দিতে সোমবার (৮ জুলাই) উপাচার্যকে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তারা।

মানববন্ধনে তাদের পাঁচ দফা দাবির যথাযথ বাস্তবায়ন দাবি করে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ। গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন

সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন। প্রতিটি বিভাগে মাসে দুই দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া। সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাস প্রোগ্রাম চালু।

মানববন্ধনে অংশগ্রহণকারী ঢাকা কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, আমরা চাই সেশনজট শূন্যে নামিয়ে আনা হোক এছাড়াও সময় মতো পরীক্ষা নেওয়া ও তার ফল প্রকাশ করা, এক বিষয়ে যারা ফেল করেছে তাদের বিবেচনায় আনা, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের যথাযথ মূল্যায়ন করা হোক।

শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি সাত কলেজ ঢাবির অধিভুক্তি হওয়ার পর নানা সমস্যা, সংকটে জর্জরিত। এ সঙ্কট কাটছে না। আমাদের ঠিকমতো পরীক্ষা নেয়া হয় না। পরীক্ষা হলেও ফল প্রকাশ করতে দেরি হয়। ফলে ঢাবির অধিভুক্ত হয়েও মূল লক্ষ্য (সেশনজট মুক্তি) অর্জন হচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ