আওয়ার ইসলাম: হজযাত্রীদের সেবার জন্য ক্যাম্প, অথচ জঞ্জালে ভরা। নোংরা পরিবেশে মশার উপদ্রব।
বসার ব্যবস্থা অপর্যাপ্ত আর গরমে অতিষ্ঠ সবাই। হজক্যাম্পে এমন নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। ধর্ম প্রতিমন্ত্রীর আশ্বাস, আগামী বছর এই পরিস্থিতি থাকবে না।
নিজ নিজ এজেন্সির মাধ্যমে পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র আশকোনা ক্যাম্প থেকে সংগ্রহ করতে হয় হজযাত্রীদের। এজন্য যাত্রার ২-১ দিন আগেই বিভিন্ন জেলা থেকে ক্যাম্পে আসতে হয় তাদের।
হজ ক্যাম্পে বিশ্রামের জন্য ডরমেটরিতে ১৪টি রুম রয়েছে। পুরুষদের জন্য ১২টি, নারীদের দুটি। সেখানে থাকার পরিবেশ নেই বলে অভিযোগ অনেকের।
এদিকে, এবছর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় হওয়ায় অন্তত ১০ থেকে ১২ ঘণ্টা আগে ক্যাম্পে হাজির হতে হয়। সেখানে অপেক্ষা করাও কঠিন।
এরপরও ধর্মপ্রতিমন্ত্রীর দাবি, আগের তুলনায় হজযাত্রীদের সুযোগ-সুবিধা অনেক বেড়েছে। আগামীতে আরো ভাল হবে। হজযাত্রার তৃতীয় দিনে ১৬ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন ৬ হাজার যাত্রী।
-এটি