আওয়ার ইসলাম: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে শনিবার সকালে দুই নারী মলমপার্টিসহ চারজনকে আটক করেছে নৌ থানা পুলিশ। আটককৃতরা হলেন- আয়শা খাতুন (২১), সোনালী তালুকদার (১৭), গাফফার (২৬) ও মোক্তার (২৭)।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া জানান, বোরহান উদ্দিন থানার ব্যবসায়ী নজরুল ইসলাম (৩৫) ভোলা থেকে এমভি কর্ণফুলী- ৯ লঞ্চে ঢাকায় আসছিলেন। বুড়িগঙ্গা নদীতে লঞ্চটি পৌঁছলে মলমপার্টির সদস্য আয়শা খাতুন ও সোনালী তালুকদার নজরুলের পিছু নেয়। এক পর্যায়ে ওই দুই নারী মলমপার্টি নজরুলের চোখে ও নাকে বিষাক্ত মলম লাগিয়ে তার কাছ থেকে এক লাখ ৪৭ হাজার টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় নজরুলের চিৎকারে অন্যান্য যাত্রীরা ওই দুই নারী মলমপার্টিকে আটক করে। পরে লঞ্চ স্টাফরা নৌ থানায় ফোন দিয়ে ঘটনাটি জানালে ওসি রেজাউল করিম ভুইয়া নারী মলমপার্টিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
তাদের দেয়া তথ্যমতে গাফফার ও মোক্তারকে খোয়া যাওয়া টাকাসহ আটক করা হয়। তাদের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপার্দ করা হয়েছে। এব্যাপারে ব্যবসায়ী নজরুল বাদী হয়ে দুপুরে মামলা করেছেন বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান।
-এএ