মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাষ্ট্রপতিকে দুই তরুণীর রক্তে লেখা চিঠি ‘আমাদের বাঁচান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঞ্জাবের মোগা শহরের দুই তরুণী অভিযোগ করেছেন, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিষয়টি তারা পুলিশের কাছে জানিয়েছেন। কিন্তু তাতে কোনো গুরুত্ব দেয়নি। তাই বাধ্য হয়ে তারা রাষ্ট্রপতির কাছে রক্ত দিয়ে চিঠি লিখতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি ভারতের পাঞ্জাবের মোগা শহরের। নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে এভাবেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন দুই তরুণী। শুধু তাই নয়, সঠিক বিচার না পেলে পরিবারসমেত স্বেচ্ছামৃত্যুর দাবিও জানিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, তরুণীদের দাবি, তাদের বিরুদ্ধে প্রতারণার দুটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে সঠিক তদন্তের জন্য একাধিক বার পুলিশকে জানিয়েছেন তারা। কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শুনতে চায়নি। শেষমেশ বাধ্য হয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা।

তরুণীরা নিজেদের নির্দোষ বলে দাবি করলেও মোগা পুলিশ কিন্তু অন্য কথা বলছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকেও পুরোপুরি অস্বীকার করেছে মোগা পুলিশ।

পুলিশ অফিসার কুলজিন্দর সিংহের পাল্টা দাবি, ওই দুই তরুণীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। সে বিষয়ে তদন্ত চলছে। এক ব্যক্তি প্রতারণার অভিযোগ করেছেন ওই তরুণীদের বিরুদ্ধে। তার অভিযোগ, ছেলেকে বিদেশে পড়ানোর জন্য তরুণীদের টাকা দিয়েছিলেন। কিন্তু তারা প্রতারণা করেন।

কুলজিন্দর আরো বলেন, ‘শুনেছি রাষ্ট্রপতির কাছে ওই দুই তরুণী চিঠি পাঠিয়েছেন। কিন্তু সরকারিভাবে আমার কাছে এমন কোনো খবর আসেনি। আমরা মামলাটি তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করছি।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ