আওয়ার ইসলাম: চিকিৎসা খাতে উন্নয়নের অংশ হিসেবে বিশ্বের বেশিরভাগ দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যুক্তরাষ্ট্রে তৈরি ওষুধের মূল্য কমানো হচ্ছে। যে লক্ষে এরই মধ্যে একটি নির্বাহী আদেশও জারি করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।
গতকাল শুক্রবার (৫ জুলাই) হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, দেশের জনগণের কাছে কেমন করে সবচেয়ে কম মূল্যে ওষুধ সরবরাহ করা যায়; এবার আমরা তা নিয়ে কাজ করছি। যার অংশ হিসেবে একটি নির্বাহী আদেশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, আপনারা জানেন বছরের পর বছর যাবত বিশ্বের অনেক দেশের নাগরিকরা তাদের চিকিৎসা খাতে ঔষধের জন্য আমাদের চেয়ে অনেক কম ব্যয় করছেন। সেক্ষেত্রে কোনো কোনো দেশের ব্যয় আবার আমাদের চেয়ে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ পর্যন্ত কম।
এ দিকে সংবাদ সম্মেলনে লম্বা সময় যাবত এর সুবিধা ভোগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির ঔষধ তৈরি প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করেছেন।
কেননা যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রায় সকল ঔষধের দাম প্রতিবেশী মেক্সিকো এবং কানাডার পাশাপাশি ইউরোপের অনেক দেশের চাইতেও বেশি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কানাডার মতো বিশ্বের আরও অনেক দেশ আমাদের চেয়ে কম মূল্যে ঔষধ বিক্রি করতে পারলে আমরা কেন নয়?
চলতি মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে সকল টেলিভিশনে বাণিজ্যিক প্রচারণার সময় ঔষধ উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত ঔষধের প্রকৃত মূল্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
-এটি