মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুসলিমদের উপর নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মাওলানা মাহমুদ মাদানির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের মুসলিমদের উপর চলমান সহিংসতার বিষয়ে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি দ্বিতীয়বারের সরকার গঠনের পর ভারতে মুসলমানদের জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ানো ও মুসলিম যুবকদের পিটিয়ে হত্যার প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জমিয়ত সেক্রেটারি এসব কথা বলেন।

ইউটিউবের একটি ভিডিও বার্তায় তিনি আরো বলেন, আমাদের দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন চলছেই। আর তাই প্রতিরোধ তাদেরই গড়ে তুলতে হবে। বেশি সম্ভব চেষ্টা করবে যেখানে এ ধরনের হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা আছে সেখানে না যাওয়া।

তিনি আরো বলেন, কোথাও যদি ঝগড়ার আশংকা দেখা দেয় সেখানে হাসি মশকারা করে সরে আসার চেষ্টা করবে। তবে আল্লাহ না করুন যদি ঝামেলায় কিংবা সহিংসতায় পড়েই যেতে হয় তাহলে প্রতিবাদ বা প্রতিরোধ করা মুসলিমদের অধিকার। তাই তারা প্রতিবাদ বা প্রতিরোধ করবে। একা একা যদি প্রতিবাদ করতে অক্ষম হোন তাহলে কয়েকজন মিলে প্রতিবাদ করবেন।

আমাদের প্রয়োজন ঝগড়া বিবাদের থেকে দূরে থাকার চেষ্টা করা। স্বেচ্চায় কোনোভাবে কোনো মুসলিম ঝগড়া বিবাদে জড়াবে না। যদি গায়ে পড়ে কেউ করতে চায় তাহলে তার জবাব দিবে। সূত্র: ইন্টারনেট

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ