আওয়ার ইসলাম: গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা আগামীকালের হরতালেই শুধু নয় এ ধরনের সব আন্দোলনে বিএনপির সমর্থনের কথাও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত দশ বছরে ৬ বার গ্যাসের দাম বেড়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের ব্যবসায়ীদের পকেট ভারী করতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এদিকে, হরতাল সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণতান্ত্রিক বাম জোট।
খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি। কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানববন্ধনে উঠে আসে গ্যাসের দাম বাড়ানোর প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর প্রভাব অর্থনীনিতির সকল ক্ষেত্রে পড়বে। সাধারণ মানুষের কষ্ট দূর করার কথা না ভেবে, দুর্নীতিবাজদের স্বার্থে সরকার কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা রোববারের অর্ধদিবস হরতাল সমর্থনে ঢাকায় লিফলেট বিতরণ, সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি সংগঠন। হরতাল সফল করতে তারা দেশবাসীর প্রতি আহ্বানও জানান বক্তারা।
-এটি