আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা বর্তমানে আগের চেয়ে ভালোর দিকে। তবে এখনো তিনি আশঙ্কামুক্ত নন বলে জানান জি এম কাদের।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জি এম কাদের।
এরশাদের ছোট ভাই বলেন, সেপটিক শকের রোগীদের জীবাণুগুলোকে কালেক্ট করার জন্য যে সিস্টেম, সেটা (এইচ এম এরশাদের চিকিৎসায়) চালু করা হয়েছে। ওটা গতকাল দিয়েছে, গত পরশু দিয়েছে, আজকেও ওনাকে দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ দুটো দেয়ার ফলে ওনার শরীরে যে বাড়তি পানির অংশ ছিল, বিষাক্ত পদার্থ, রোগ-জীবাণুর কিছু অংশ, চিকিৎসকরা এই ফিল্ট্রেশনের মাধ্যমে বের করে নিচ্ছেন। তাতে ওনার অবস্থা অনেক ভালোর দিকে এসেছে এবং উনি স্বাভাবিকভাবে থাকছেন এবং জ্বালা-যন্ত্রণা বা অস্বস্তিটা এখন আর নেই।
তবে ডাক্তারদের কথা হলো, উনি এখনো আমাদের হাত ধরে হাঁটছেন, হাত ছেড়ে দিলে পড়ে যাবেন। আমরা যখন হাত ধরে হাঁটার পরে হাত ছেড়ে দিলে একা চলতে পারবেন, তখনই বলা যাবে যে উনি সুস্থ। সে হিসেবে বলতে গেলে উনি এখনো শঙ্কামুক্ত নন। এখনো অবস্থা আশঙ্কাজনক এবং যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে।
তবে চিকিৎসকরা আশাবাদী, দুদিনের চিকিৎসায় ওনার কিছুটা উন্নতি লক্ষ করা যাচ্ছে এবং ওনারা এটা চালিয়ে যাচ্ছেন। ওনারা মনে করছেন যে, আর দু-তিন দিনের ভেতরে ওনার অবস্থার আরেকটু উন্নতি হলে উনি স্বাভাবিক হয়ে যেতে পারেন বলেন জি এম কাদের।
অসুস্থ এরশাদের জন্য এখন সবার আগে আল্লাহর রহমতের দরকার উল্লেখ করে দেশবাসীর উদ্দেশে জাতীয় পার্টির নেতা বলেন, আপনারা দোয়া করবেন তার জন্য।
-এএ