সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

নারায়ণগঞ্জ ভুইঘরস্থ মাদরাসা দাওয়াতুল কুরআন এ ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জ ভুইঘরস্থ মাদরাসা দাওয়াতুল কুরআন এ ভর্তি চলছে। ৮ শাওয়াল, ১২ জুন রোজ বুধবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ২০১৯-২০ইং শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে ।

অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর অহর্নিশি তত্তাবধায়ন, সুন্দর মনোরম রুচিশীল পরিবেশে ইলমে ওহির আলোকে একটি দুরদর্শী, কর্মদক্ষ ও সমাজ দরদি প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘মাদরাসা দাওয়াতুল কুরআন’। প্রতিষ্ঠার পর থেকেই মাদরাসাটি ছাত্র ও অভিভাবকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।

ইতিমধ্যেই বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য পেয়েছে। ২০১৪, ২০১৬ ও ২০১৭ ইং সালে অনুষ্ঠিত বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় হিফয বিভাগে ১ম স্থান অধিকার করে ‘মাদরাসা দাওয়াতুল কুরআন’-এর শিক্ষার্থীরা।

এবছর বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর ৪২ তম কেন্দ্রীয় পরীক্ষায় কিতাব বিভাগ থেকে সর্বমোট ৪৪ জন পরীক্ষর্থী বিভিন্ন মারহালায় অংশগ্রহণ করে। শতভাগ পাসসহ ইবতেদাইয়্যাহ (প্রাইমারি) মারহালায় ১১ জনের মধ্যে ৬ জন পরীক্ষার্থীই মেধা তালিকায় স্থান পেয়েছে।

আর মুতাওয়াসসিতা (নিম্ন মাধ্যমিক) মারহালায় ১৫ জনের মধ্যে ৭ জন মুমতায (A+) সহ সেরা মেধা তালিকায় স্থান পেয়েছে আরও একজন। এ ছাড়া সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) ও ফজিলত (স্নাতক) বিভাগে একাধিক পরীক্ষার্থী মুমতায তথা স্টার মার্ক লাভ করেছে।

এ মাদরাসায় আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার এই তিন ভাবেই শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে। অমনোযোগী ছাত্রদের জন্য আছে সযত্ন পরিচর্যা। এছাড়াও এতিম-গরিব ও মেধাবী ছাত্রদের জন্য রয়েছে স্বল্প খরচে ভর্তি ও বেতন-খোরাকীর ক্ষেত্রে বিশেষ ছাড়।

মাদরাসাটির বৈশিষ্ট্য, কওমি ও মাদানী নেসাবের সার্থক সমন্বয়। ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বিত প্রয়াস। প্রত্যেক শিক্ষার্থীকে তা'লীম তরবিয়্যাত ইনসানিয়্যাত তথা সুন্নতে নববীর পূর্ণ অনুসারী রুপে গড়ে তোলার চেষ্টা।

দ্বীনি শিক্ষার পাশাপাশি কম্পিউটার, প্রজেক্টর এবং সফটওয়্যারের মাধ্যমে প্রযুক্তিগত সেবা প্রদান।*নিয়মিত ক্লাস, শিক্ষকদের উপস্থিতিতে প্রতিদিন তাকরার তথা গ্রুপ স্টাডি, সাপ্তাহিক শ্রেণি পরীক্ষা, সিলেবাস অনুসারে মাসিক লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা।

শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। নিয়মিত আরবি ও ইংরেজি ভাষায় কথপোকথন, বিশুদ্ধ উচ্চারণ শ্রবন এবং আরবি রচনাশৈলীর নিয়মিত অনুশীলন। প্রতি জামাতের ছাত্রদের জন্য সুন্দর হাতের লেখার ক্লাস বাধ্যতামূলক।

হিফজ বিভাগে আন্তর্জাতিক মানের হাফিযগনের মাধ্যমে মাশকের আয়োজন। মাদরাসায় আছে সমৃদ্ধ পাঠাগার এবং ছাত্রদের প্রতিভা বিকাশ, উন্নত মানসিকতা, নৈতিক ও আত্মিক উন্নতির জন্য সাপ্তাহিক সেমিনার এবং মাসিক জীবন গঠনমূলক (ইছলাহি) অনুষ্ঠানের ব্যবস্থা।

স্বাস্থ্যসম্মত রুচিশীল ও মান সম্পন্ন খাবার পরিবেশন। প্রতিটি ছাত্রকে সাহাবায়ে কেরামের আদর্শে গড়ে তোলার অঙ্গীকার।

মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা মামূনুর রশীদ (দাঃ বাঃ) বলেন, "তথ্যপ্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞান চর্চার এ আধুনিক যুগে চারিদিকে চোখ ধাঁধানো উন্নয়ন হচ্ছে বটে, তবে নীতি নৈতিকতা ও আদর্শের ধ্বসও নামছে চরম হতাশাজনকভাবে।

এহেন পরিস্থিতিতে কুরআন-সুন্নাহর জ্ঞান তথা নববী আদর্শের চেতনাকে ব্যাপক ভাবে প্রসারিত করতে পারলেই কেবল এই হতাশা দূর করা সম্ভব। অন্যথায় ন্যায়-নিষ্ঠ, সৎ, বিশ্বস্ত, আমানতদার ও চরিত্রবান জাতি গঠনের স্বপ্ন চিরকাল অধরাই থেকে যাবে।

আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার মেহেরবানীতে 'মাদরাসা দাওয়াতুল কুরআন' প্রতিষ্ঠাকাল থেকে ঠিক সেই স্বপ্ন পূরণের কাজটিই করে যাচ্ছে নিরলসভাবে।

আমরা আমাদের সবটুকু দিয়ে ছাত্রদেরকে নববী ও সাহাবী চেতনায় উদ্বুদ্ধ করে সচেতন এবং আমলী হাফিয ও আলিম হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।"

যাতায়াত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড হতে নারায়ণগঞ্জ লিংক রোডে ভুইঘর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রুপায়ণ টাউন সংলগ্ন। যোগাযোগ : ০১৭৩৮০৬৪৬৭৫, ০১৬৭০৯৭৯৫২৫, ০১৬৭৭০৫০৬০৫,০১৯১২৫২৫৭৭৮।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ