আওয়ার ইসলাম: রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্ককে আল্টিমেটাম দিলো আমেরিকা।
এস-৪০০ কেনার পরিকল্পনা বাতিল না করলে আঙ্কারাকে এফ-৩৫ জঙ্গিবিমান দেওয়া হবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।
মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী এলেন লর্ড শুক্রবার সাংবাদিকদের বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল করতে ব্যর্থ হলে তাকে এফ-৩৫ স্টিল্থ জঙ্গিবিমান দেয়া হবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এখন থেকে ওয়াশিংটন নতুন করে আর কোনো তুর্কি পাইলটকে এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দেবে না।
এলেন লর্ড এ সম্পর্কে বলেন, শুধু তাই নয়, এরই মধ্যে যেসব তুর্কি পাইলট আমেরিকায় এফ-৩৫ জঙ্গিবিমানের প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও বহিষ্কার করা হবে।
ইরানি গণমাধ্যম পার্সটুডের বরাতে জানা যায়, বর্তমানে আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের লিউক বিমানঘাঁটিতে চারজন তুর্কি পাইলট এফ-৩৫ বিমান চালনার প্রশিক্ষণ নিচ্ছেন।
এ ছাড়া দুই তুর্কি পাইলট সেখানে প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সেইসঙ্গে ২০ তুর্কি প্রকৌশলী ওই ঘাঁটিতে এই বিমান পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করছেন।
-এটি