আওয়ার ইসলাম: প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার পোশাককর্মীর দায়ের করা মামলায় ধর্ষক টিপু মিয়া (২৩), আনোয়ার (২৪) ও আমির হামজাকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
কেন্দুয়া থানা পুলিশের ওসি মো. রাশেদুজ্জামান বলেন, গণধর্ষণের শিকার পোশাককর্মী বাদী হয়ে শুক্রবার দুপুরে কেন্দুয়া থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভিকটিমের সঙ্গে কথা বলেন।
এরপর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্তে নামে পুলিশ। তদন্তে টিপু মিয়া, আনোয়ার ও আমির হামজার নাম বেরিয়ে আসে।
পুলিশকে তারা জানিয়েছে, পোশাককর্মীর কথিত প্রেমিকের নাম সুমন নয়। তার প্রকৃত নাম নুরে আলম। তার গ্রামের বাড়ি মদন উপজেলার জাওলা গ্রামে। তারা পরস্পর বন্ধু। প্রেমিক সুমন ওরফে নুরে আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জানা যায়, মোটরসাইকেলে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর গুগবাজার এলাকার শাপলা ইটখোলার সামনে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে বলে নারী পোশাককর্মীকে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি ঠিক করার কথা বলে কাকে যেন ফোন দেয় সুমন।
এ সময় ইটখোলার ভেতর থেকে তিন যুবক এসে সুমন ও নারী পোশাককর্মীকে নিয়ে যায়। পরে ইটখোলার ভেতরে নিয়ে সুমনের হাত বেঁধে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তিন যুবক। পরে ওই নারীকে একা ফেলে তিন যুবক ও সুমন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করেন নারী পোশাককর্মী।
-এটি