আওয়ার ইসলাম: ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুরে। স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় দিনমজুর রাকিবুল ইসলামকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় পুলিশ স্ত্রী ও শ্বশুরকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের খোড়াগাছ মোড়লপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রাকিবুল ইসলাম প্রায় ২০ বছর আগে একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে মোখতারা বেগমকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ৩টি মেয়ে সন্তান রয়েছে। রাকিবুল দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন।
সম্প্রতি মোখতারা বেগম প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে সংসারে অশান্তি নেমে আসে। স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।
এর জের ধরে ঈদের দিনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ খবর পেয়ে গভীর রাতে শ্বশুর নজরুল ইসলাম, ইয়াসিন আলিসহ কয়েকজন রাকিবুলের বাড়িতে আসে। এরপর তার হাত পা বেঁধে বেধড়ক মারপিট করে। রাকিবুলের চিৎকারে আশপাশের লোকজন এসে রাকিবুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
-এটি