মোস্তফা ওয়াদুদ: নিউজিল্যান্ডের মসজিদে শহীদ দুই পরিবারকে হজ করাবে সৌদি সেবা সংস্থা ‘রাবেতা আলম আল ইসলামি’। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শহীদ হওয়া দুটি পরিবারকে ঘর বানিয়ে দেয়ার পাশাপাশি হজ করানোর ঘোষণা করেছে সৌদি সেবা সংস্থা ‘মুসলিম ওয়ার্ল্ড লীগ’ বা (রাবেতা আলম আল ইসলামি)।
মুসলিম ওয়ার্ল্ড লীগ এর একজন মুখপাত্র বলেন, শহীদদের পরিবার ও আহতদের জন্য আমরা হজ ঘোষণা করেছি। সাথে সাথে শহীদদের সব পরিবারকে বাড়ি বানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক মাসহাব ইবান মিডিয়াকে বলেন, আমরা ক্রাইস্টচার্চ মুসলিম সম্প্রদায়ের মাঝে ঐক্য দেখতে চাই। এজন্য সবাইকে হজ করানো হবে।
তারা বলেন, হামলায় যারা আহত হয়েছেন। তাদেরকে আগামী আগস্ট মাসে হজ করানো হবে। তবে শারীরিক সমস্যার কারণে যারা এ বছর হজ করতে পারবেন না। আগামী বছর তাদেরকে হজ করানো হবে। আর আগামী আগস্ট মাসে শহীদ দু্ই পরিবারের জন্য ঘরও নির্মাণ সম্পন্ন হয়ে যাবে।
তিনি বলেন, হামলায় আহতদের একশো জনেরও বেশি মানুষকে এ বছর হজ পালন করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র: রোজনামা পাকিস্তান থেকে অনুবাদ
এমডব্লিউ/