আওয়ার ইসলাম: ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দেশটির মুসলিম জনগোষ্ঠীর সমর্থন আদায় করতে পারেনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তবু ৩০৩ আসন পেয়ে ভূমিধস জয় ছিনিয়ে নিয়েছে নরেন্দ্র মোদীর দল। তাতে আশাহত হয়েছেন গোটা ভারতের মুসলিমরা। তবে অন্য এক খবরে আবার তারা আশায় বুক বাধছেন।
আর সে খবর হলো– লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে ৬ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। এসব প্রার্থী দিয়েছিল সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদল জোট। এ প্রদেশে বিজেপি থেকে মনোনয়ন পাওয়া কোনও মুসলিম প্রার্থী জয় পাননি।
বিজনেস স্ট্যান্ডার্ড-এর খবরে প্রকাশ, আগের নির্বাচনে এ রাজ্যে মুসলিমদের ভোট বিভক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এবার মুসলিমদের ভোট ব্যাপকহারে পেয়েছেন ওই ৬ জন প্রার্থী।
জয় পাওয়া ওই প্রার্থীরা হলেন উত্তর প্রদেশের গাজিপুর থেকে বহুজন সমাজবাদী পার্টির আফজাল আনসারি, রামপুর থেকে সমাজবাদী পার্টির আযম খান, মোরাদাবাদ থেকে সমাজবাদী পার্টির এস টি হাসান, সম্বল থেকে শফিকুর রাহমান বার্ক, শাহারানপুর থেকে বহুজন সমাজ পার্টির ফজলুর রহমান ও আমরোহা থেকে বহুজন সমাজ পার্টির দানিশ আলী।
কেপি