আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে’ ২৪ কোটি টাকা দান করার জন্য করাচির জন-সাধারণকে ধন্যবাদ জনিয়েছেন। তিনি বলেন, আমি অত্যন্ত গর্বিত যে আমার দেশের মানুষ এতটা দানশীল।
ইমরান খান শুক্রবার এক টুইটে এ কথা বলেন। তিনি আরও বলেন আমার দেশের জনগনের উদারতা আমাকে অবাক করে।
উল্লেখ্য, ইমরান খান মায়ের স্মৃতিতে ‘শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল’ তৈরি করেছেন। এটি দেশের প্রথম ক্যান্সার স্পেশালাইজড হাসপাতাল। ১৯৯৪ সালে করাচির এ হাসপাতার গড়ে ওঠে। হাসপাতালের শয্যা সংখ্যা ৬০০। এ হাসপাতালটির অনন্য বৈশিষ্ট্য, এখানে ৭৫ শতাংশ ক্যান্সার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। তাই পাকিস্তানের জনগণ ইমরানের আহ্বানে সাড়া দিয়ে এ হাসপাতালে ২৪ কোটি টাকা অনুদান দেয়।
সূত্র: ডেইল পাকিস্তান।
https://twitter.com/ImranKhanPTI/status/1132014593637847040