আওয়ার ইসলাম: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অটোরিকশা ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহতরা হলেন মিল্লাল উদ্দিন (৫০), শান্তা সাহা (২৫) ও আবু তাহের (৫৫)।
শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার খাতাবাড়ি (সাতবর্গ) নামক স্থানে এ ঘটনা ঘটে। মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ১ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, বিজয়নগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়।
স্থানীয়রা জানান, দুপুরে মাধবপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা হালুয়াপাড়া যাচ্ছিল। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার অদূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খাতাবাড়ি (সাতবর্গ) নামক স্থানে পৌঁছালে বিপরিত দিকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ানের হালুয়াপাড়া গ্রামের মিল্লাল উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় শান্তা সাহাকে ও আবু তাহেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
-এএ