আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
এ ঘটনায় আট পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। নিহত আব্দুল হাকিম (৫৫) উপজেলার ঝাওয়াইল গ্রামের বাসিন্দা ও মাংসের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, বিকালে ঝাওয়াইল টেকনিক্যাল কলেজ মাঠে আব্দুল হাকিমসহ কয়েকজনে তাস খেলছিলেন। এ সময় গোপালপুর থানার এসআই আবু তাহের ও এএসআই আশরাফুল আলমের নেতৃত্বে একদল পুলিশ সাদা পোশাকে ওই মাঠে অভিযান চালিয়ে সুরুজ্জামান, হারাধন চন্দ্র, গৌরাঙ্গ চন্দ্র ও রিপন নামে চারজনকে আটক করে।
পুলিশ আব্দুল হাকিমকে মারধর করলে তিনি মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় এলাকাবাসী তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনেই হাকিমের মৃত্যু হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ঘটনায় এসআই আবু তাহের এবং এএসআই আশরাফুল আলম ও ছয়জন কনস্টেবলকে শুক্রবার রাতেই টাঙ্গাইল পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
-এটি