সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

মাদরাসা শিক্ষায় কারিগরি ব্যবস্থা চালু করছি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার গত ১০ বছরে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছেন।

এখন আমরা শিক্ষার গুনগতমান উন্নয়নে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারপ করছি। বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছি।

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘূর্ণিঝড়ে ফণীতে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, নগদ অর্থ ও সমাজ সেবা বিভাগের বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ৬ষ্ঠ শ্রেণি থেকে যাতে একটি বিষয় হলেও কারিগরি জ্ঞান অর্জন করতে পারে এবং নিজেদের কর্মক্ষম করে তুলতে পারে। আর এ জন্য আমাদের পরিকল্পনা অনুযায়ী কারিগরি শিক্ষা ভর্তি ২০২১ সালের মধ্যে ২০% হওয়ার কথা ছিল। এ পর্যন্ত ১৬% অর্জন হয়েছে। ২০২১ সালে লক্ষ্য অর্জন করে ২০৩০ সালে ৩০% অর্জন করতে সক্ষম হবো। আর এসব কিছু সম্ভব হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ