আওয়ার ইসলাম: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে উদ্দেশ করে হাইকোর্ট বলেছে, যদি আপনারা এসিআই ও প্রাণের মতো বড় বড় কোম্পানিকে ভয় পান? তাহলে চেয়ার ছেড়ে কেরানির চাকরি নিন।
আদালতের আদেশ সত্ত্বেও ৫২টি মানহীন পণ্য বাজার থেকে সরিয়ে না নেয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওপর এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। সাথে সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১৬ জুন তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আদালত বলেছেন, ‘হাইকোর্টের আদেশ অনুযায়ী বাজার থেকে কোনো পণ্য এখনো অপসারণ করা হয়নি। তাহলে আপনাদের মতো প্রতিষ্ঠান থাকার কী দরকার?
এর আগে গত ১২ মে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে এ নির্দেশ পালন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি পণ্যগুলোর বিষয়ে যথাযথ আইন অনুসারে তা নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও সংশ্লিষ্ট ভেজাল পণ্যের মানোন্নয়ন না হওয়া পর্যন্ত তা উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এমডব্লিউ/