মোস্তফা ওয়াদুদ: ইরানের বিরুদ্ধে ৫০০০ সৈন্য নিয়োগ করলো আমেরিকা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পর ইরান থেকে তথ্য সংগ্রহের জন্য মধ্যপ্রাচ্যে এসব সেনা মোতায়েন করছে পেন্টাগন প্রতিরক্ষা মন্ত্রণালয়। পেন্টাগন প্রতিরক্ষা মন্ত্রণালযয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আল-আরাবিয়া ডটকমের বরাত দিয়ে দুইজন ঊর্ধ্বতন মার্কিন সরকারি কর্মকর্তা বলেছেন, মধ্য প্রাচ্যের মধ্যস্থতায় ইরানের হুমকি থেকে আত্মরক্ষার জন্য মধ্য প্রাচ্য পাঠাতে ৫০০০ অতিরিক্ত সৈন্য নিয়োগ করা হচ্ছে।
জানা গেছে, ‘সেন্ট্রাল কমান্ড’ পেন্টাগনকে এ পাঁচ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরামর্শ দিয়েছে। তবে ডিফেন্স ডিপার্টমেন্ট এই আবেদনটিকে বিবেচনা করবে কিনা তা জানানো হয়নি।
সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থান করবে।
এর আগে বুধবার (২২ মে) সিএনএন কর্তৃক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পেন্টাগনের সেনেটররা জাতীয় নিরাপত্তা কমিটিকে বলেছেন যে মধ্য প্রাচ্যের হাজার হাজার আতঙ্ককারী বিদ্যমান রয়েছে। সেখানে সেনাবাহিনী প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে আমেরিকা ও ইরান উত্তেজনা সৃষ্টি করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে।
আল-আরাবিয়া ডটকম উর্দূ থেকে অনুবাদ
এমডব্লিউ/