আওয়ার ইসলাম: রমজানে মুসলমানদের কাজের রুটিনের পরিবর্তন হয়। মুসলমানরা মাতে ভিন্ন ভিন্ন ব্যস্ততা নিয়ে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, তার পাশে বাস করা সুবিধাবঞ্চিত মানুষগুলোকে নিয়ে ভাবার সময় কই।
চারপাশের মানুষের চিন্তাভাবনা ফুটে ওঠেছে সাদাত হোসাইনের রমজান নিয়ে লেখা সঙ্গীত ‘রোজা মানে’এর মধ্যে। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এতে সুর করেছেন কিশোর। বাংলাঢোলের প্রযোজনায় 'রোযা মানে' গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী।
সঙ্গীতের কিছু অংশ...
সেহেরিতে কী খেয়েছেন, পাবদা, ইলিশ মাছ ছিল?
জানেন কিছু, ভাবী নাকি মীনাবাজার যাচ্ছিল?
আরে না ভাই, রাস্তা ঘাটে যা-তা রকম রিস্ক ছিল,
মুভি দেখেই কাটছে সময়, ভালো কিছু ডিস্ক ছিল।
সেহেরিতে খাইনি তেমন, পেটে কেমন গ্যাস ছিল,
ছোট শালা আসলো বাসায়, পাওনা কিছু ক্যাশ ছিল।