রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ভেজাল ও পঁচা-বাসি খাবার বিক্রির অপরাধে রাজধানীর চার প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

রোববার ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি ও ক্রাইম বিভাগের সমন্বয়ে একটি দল রাজধানীর ফার্মগেট এলাকায় এই ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

পুরো রমজান মাস জুড়ে খাদ্যদ্রব্যে ভেজাল ও পঁচা-বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত প্রতিরোধে রাজধানীতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

অভিযানে পঁচা-বাসি খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নন ব্রান্ডেড লবণ রাখার অভিযোগে ফার্মগেটের কস্তুরী ছায়ানীড় চাইনিজ এন্ড রেস্টুরেন্টের সাইদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার হোটেল নিউ স্টার এন্ড কাবাব রেস্টুরেন্টে পঁচা মাংস পাওয়ায় ম্যানেজার মুহা. রাজিবকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ইন্দিরা রোডের প্রিন্স রেস্তোরাঁ এন্ড চাইনিজের সুপার ভাইজার মুহা. সুমনকে লাইসেন্স বিহীন রেস্টুরেন্ট পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর পঁচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ইন্দিরা রোডের ফুড ফেয়ারের ম্যানেজার মাজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে ডিএমপির এই মোবাইল কোর্ট।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ