আওয়ার ইসলাম: সমাজের বিত্তবানদের প্রতি নিজ দায়িত্বে খুঁজে খুঁজে যাকাতের অর্থ গরিবের হাতে পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র জনগণ উপকৃত হবে। যাকাতের অর্থ দিয়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠিকে স্বাবলম্বী করা সম্ভব।
গতকাল রবিবার (১২ মে) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতরে বাংলাদেশ রোগী কল্যাণ সমিতি আয়োজিত দুই দিনব্যাপি ‘রোগী কল্যাণে সমাজসেবায় বিশেষ যাকাত মেলা-২১০৯’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সকলের উচিত অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো। বিশেষত আল্লাহপ্রদত্ত ফরজ বিধান যাকাতকে প্রাপ্ত লোকেদের হাতে পৌঁছে দেয়া। এতে আল্লাহর বিধান পালনের পাশাপাশি মানুষের দোয়াও পাওয়া যাবে।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।
এমডব্লিউ/