আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরখানে মা ও দুই সন্তানকে হত্যার আলামত পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসকেরা।
আজ দুপুরে তিন জনের ময়না তদন্ত শেষে চিকিৎসকরা জানান, মা ও মেয়েকে শ্বাসরোধ করে ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া গেছে।
বদ্ধ ঘর থেকে মরদেহগুলো উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়। সেখানে তাদের মৃত্যুর জন্য আত্মীয়স্বজনের অবহেলাকে দায়ী করা হয়। তবে হাসপাতালে উপস্থিত স্বজনেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্বজনেরা জানান, জাহানারার স্বামী ৩ বছর আগে মারা যান। ছেলে মহিব এবার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন। প্রতিবন্ধী মেয়ে ও ছেলেকে নিয়ে উত্তরখানের নিজস্ব একটি জমির দেখাশোনা করতে চলতি মাসের শুরুতে ওই ভাড়া বাসায় ওঠেন জাহানারা।
এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি, র্যাব পিবিআই ও সিআইডি আলাদা আলাদা তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ৭ মে ছেলে মহিব হাসান এবং প্রতিবন্ধি মেয়ে মীমকে নিয়ে উত্তরখানের ময়নারটেকে বাসা ভাড়া নেন জাহানারা বেগম। গত বৃহস্পতিবার বাড়ির কেয়ারটেকারের সাথে দেখা হয় । এরপর থেকেই আর ঘর থেকে বের হয়নি মা-মেয়ে ও ছেলে। রোববার গন্ধ পেয়ে সন্দেহ হলে, বাড়ির পিছনের জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে।
-এএ