রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারের আপত্তি জানানো রোহিঙ্গাদের বিষয়ে ঈদের পর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কয়েক দফায় রোহিঙ্গাদের তালিকা দিলেও নানা অজুহাতে বারবার প্রত্যাবাসন পিছিয়েছে মিয়ানমার।

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দেওয়া প্রথম ব্যাচের তালিকা যাচাই-বাছাই করে মিয়ানমার প্রায় ২ হাজার রোহিঙ্গার বিরুদ্ধে আপত্তি তুলেছে। মিয়ানমারের আপত্তি জানানো ওই রোহিঙ্গাদের বিষয় সমাধানে ঈদের পরপরই কক্সবাজারে ঢাকা-নেপিডো বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১১ মে) শরণার্থী, ত্রাণ এবং প্রত্যাবাসন সংক্রান্ত কমিশনার মোহাম্মদ আবুল কালাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ মে (শুক্রবার) মিয়ানমারসৃষ্ট রোহিঙ্গা সংকট কাটাতে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠক নেপিডোতে অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে ঢাকার পক্ষ থেকে নেপিডোকে প্রস্তাব দেওয়া হয় যে, প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যেসব রোহিঙ্গাদের বিষয়ে আপত্তি তুলেছে, সে বিষয়ে দুই পক্ষ বৈঠক করে সমাধানে আসতে পারে। ঢাকার এই প্রস্তাবে সম্মতি জানায় নেপিডো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ