রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


নির্ধারিত দামেই বাজারে মাংস বিক্রি হচ্ছে: আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, গত সপ্তাহে বাজার পরিদর্শনের সময় আমি দেখেছি মূল্যতালিকার একপাশে ৫২৫ টাকা, অপর পাশে ৫৫০ টাকা। এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। বর্তমানে বাজারে মাংসের যে দাম নির্ধারণ করে দেয়া হয়েছে সেই দামেই মাংস বিক্রি হচ্ছে।

রোববার (১২ মে) বিকেলে রাজধানীর মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমি দেখেছি আজ বাজারে প্রচুর গরু সাপ্লাই রয়েছে। মাংসের মূল্য যেটা নির্ধারণ করা আছে, সেটিই ঠিক আছে। চালের দোকানেও ঠিক আছে। আমি মার্কেট ঘুরেছি। মার্কেট সমিতির সভাপতি আমাকে বলেছেন, যে মূল্য রয়েছে সেটা নিশ্চিত করছেন। আমি অনুরোধ করবো শুধু রমজান মাস নয়, আমরা ১২ মাস যেন খাদ্য ভেজালমুক্ত করে চলতে পারি।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা বাজার স্থিতিশীল রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমি এসেছি কয়েক মাস হলো। আমি সব কিছু বোঝার চেষ্টা করছি। মার্কেটের প্রতিনিধি যারা আছেন, তাদের আমি মনিটরিং করার চেষ্টা করবো। আমার জানামতে, আমাদের ৫টি বাজার মনিটরিং টিম কাজ করছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ