আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স তানিয়াকে গণধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে বাসের চালক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (১১ মে) জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়।
এদিকে জেলা আইনশৃঙ্খলা সভায় মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রোববার (১২ মে) দুপুরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, জবানবন্দিতে চালক নুরু মিয়া ও তার সহকারী লালনসহ তিনজন তানিয়াকে গণধর্ষণের কথা স্বীকার করেছে। তারা তানিয়াকে হত্যার পর লাশ বাস থেকে ফেলে সড়ক দুর্ঘটনা বলে প্রমাণের চেষ্টা করে।
স্বর্ণলতা পরিবহনের বাসটি গাজীপুরের কাপাসিয়া থেকে জব্দ করেছে পুলিশ। মামলার সব আসামি এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তানিয়ার পরিবার। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত করে দ্রুত মামলা নিষ্পত্তির।
-এএ