আওয়ার ইসলাম: সড়কপথে এবারের ঈদযাত্রা স্বস্তির করতে ঈদের আগের তিন দিন সারাদেশের সড়ক-মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। তার পাশাপাশি ঈদের আগে সাতদিন ও পরের পাঁচদিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ মে) নিরাপদ ও ঝামেলাহীন ঈদযাত্রা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ঈদের আগের তিনদিন সারাদেশে ট্রাক, লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধ বহনকারী গাড়িগুলো এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না।
আগের বছরের তুলনায় এ বছর সারাদেশে সড়কের অবস্থা অনেক ভালো। তাই আশা করা যাচ্ছে ঈদের বন্ধে যারা বাড়ি যাবেন তারা আগের বছরগুলোর তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।
বাসগুলো যেন ঈদযাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিতে না পারে তা দেখভালের জন্যে সার্বক্ষণিক নজরদারী দল থাকবে বলেও জানান তিনি।
ঈদের আগের দিন যাত্রী চাপ নিয়ন্ত্রণে পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দিতে বিজিএমইএকে অনুরোধ করা হবে বলে জানান সচিব। প্রতিবছরের মতো এবারও ঈদ স্পেশাল সার্ভিস পরিচালনা করবে বিআরটিসি।
এএ