আওয়ার ইসলাম: ইরানের সঙ্গে বেশ লম্বা সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলে আসছে। তবে এ উত্তেজনার মধ্যেই ইরানি নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি চাই ইরানের কেউ আমাকে ফোন করুক। যাতে করে তাদের সাঙ্গে একটা ভালো আলোচনার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। আর এ চুক্তিটি ইরানের চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য সহায়ক হবে।
এসময় ট্রাম্প ইরানের কাছে প্রত্যাশা করেন, তারা যেনো নতুন করে পরমানু অস্ত্র তৈরি না করে। ইরানের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
-এটি